মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচ থেকে ‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদদীন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ছাত্রদলের সবচেয়ে বড় স্লোগান 'আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো'। সুতরাং, আমাদের ক্যাম্পাসকে গড়তে হলে পরিবেশকে সুন্দর রাখতে হবে। বিশেষ করে ক্যাম্পাসের ময়লা-আবর্জনাগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। এটা আমাদের সকলের কাজ। এই কাজ করার জন্য ছাত্রদল এগিয়ে এসেছে। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
ছাত্রদলের নেতাকর্মীরা সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঝাড়ু দেওয়া, নোংরা জায়গা পরিষ্কার, আবর্জনা অপসারণ, দেয়াল থেকে পোস্টার ও ব্যানার সরানোসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া তারা ক্যাম্পাসের প্রধান ফটক, প্রশাসনিক ভবনের আশপাশ, একাডেমিক ভবনের সামনে ও শিক্ষার্থীদের আড্ডাস্থলে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ