লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিরোধের মুখে ফিরে গেছেন প্রশাসনের কর্মকর্তারা। ভাটার মালিক ও শ্রমিকরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার চররমিজ ইউনিয়নের মেসার্স জেএস ব্রিকস, ওহাব ব্রিকস ও আমানত ব্রিকস এ অভিযান চালান। এসময় আমানত ব্রিকসকে দুই লাখ ও ওহাব ব্রিকসকে তিন লাখসহ মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়। ৫টি ভেকু মেশিনের সাহায্যে ভাটার চুল্লি, চিমনি এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। এসময় ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় তিনটি ভাটায় অভিযান শেষ হওয়ার পর আরেকটি ভাটায় যাওয়ার পথে চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় কর্মকর্তাদের পথরোধ করেন বিক্ষুদ্ধ হাজারো শ্রমিক। একপর্যায়ে তাঁরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান এবং বিভিন্ন শ্লোগান দিতে দিতে রাস্তায় বসে যান। দুই ঘণ্টাব্যাপী এ ‘দেনদরবার’ চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনওসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান আপাতত স্থগিত করার প্রতিশ্রুতি দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৪৯টি ভাটা অবৈধ। এসব ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। তিনটি ভাটায় অভিযান হয়েছে, কিন্তু উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করায় অভিযান স্থগিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, জেলায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলোতে অভিযান চালানো হবে। অভিযানের প্রথমদিন তিনটি ভাটা বিনষ্ট করা হয়েছে। পরে শ্রমিকরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেন, রামগতিতে অভিযানকালে ইটভাটা শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। হানাহানি ও রক্তারক্তি এড়াতে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছে। তবে জেলাব্যাপী আমাদের অভিযান চলবে।
বিডি-প্রতিদিন/মাইনুল