‘বার্সেলোনার বাজেট বছরে ১০০ কোটি ইউরোর কাছাকাছি। অন্যদিকে আমাদের বাজেট ১৫ কোটি। দলটির একটি খেলোয়াড়ের বাজারমূল্য আমাদের পুরো দলের সমান। আমাদের হারা স্বাভাবিক। তবুও মনে রাখবেন এটা ফুটবল।’ ম্যাচের আগে বেলজিয়ামের ক্লাব ব্রুগার সভাপতি বার্ট বারহেগ এভাবেই বলেছিলেন। আর ম্যাচে যেন সেই কথাই প্রমাণ করতে বদ্ধপরিকর ছিল ব্রুগ। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে বেশ ভুগেছে পাঁচবারের ইউরোপসেরা বার্সেলোনা। গতিময় ফুটবলে ঘরের মাঠে চমক দেখিয়েছে ক্লাব ব্রুগ। ম্যাচে তিনবার পিছিয়ে পড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তরুণ তুর্কি লামিনে ইয়ামালের নৈপুণ্যে কোনো মতে হার এড়িয়েছে কাতালানরা। তিনবারই সমতায় ফিরে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে ফিরেছে কোচ হ্যান্সি ফ্লিকের দল। এদিন বড় ধাক্কা খেয়েছে ইংলিশ দল চেলসিও। তবে জয় পেয়েছে লেভারকুসেন, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটির মতো দলগুলো। রোমাঞ্চকর ৩-৩ গোলের ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রুগ। ফেরান টুরেসের গোলে সমতায় ফিরলেও ১৭ মিনিটে আবার গোল হজমের পর লম্বা সময় পিছিয়ে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ইয়ামালের চমৎকার গোলে সমতা ফেরায় বার্সেলোনা। দুই মিনিট পর ফের পিছিয়ে পড়লে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে হার এড়ায় বার্সেলোনা! এ নিয়ে প্রতিযোগিতায় ৪ ম্যাচে এটা বার্সার প্রথম ড্র। ২ জয়ের বিপরীতে হার একটি। টেবিলে কাতালানদের অবস্থান ১১ নম্বরে। ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ২২ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, তিনে ইন্টার মিলান এবং ১০ পয়েন্ট নিয়ে চারে ম্যানসিটি।
এদিন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। প্রতিপক্ষের মাঠে ১৬ মিনিটে এস্তেভাওয়ের গোলে এগিয়ে হয়েছিল ব্লুজরা। তবে ২৯ মিনিটে লিয়ান্দ্রো ও ৩৯ মিনিটে মার্কো জাঙ্কোভিচের গোলে এগিয়ে যায় কারাবাগ। গার্নাচোর গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি। রাতের আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন করেছেন জোড়া গোল। এ ছাড়া রায়ান চেরকি ও আর্লিং হালান্ডের পা থেকে আসে একটি করে গোল। লাউতারো মার্টিনেজ ও কার্লোস অগাস্তোর গোলে কাইরাত আলমাতিকে ২-১ ব্যবধানে হারিয়ে ইন্টার মিলানের টানা চতুর্থ জয়। ওসিমহেনের হ্যাটট্রিকে আয়াক্সকে ৩-০ গোলে হারিয়েছে গ্যালাতসারে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নিউক্যাসেল। বেনফিকার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে লেভারকুসেন।