জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইকে ঘোষণা দিয়েছেন বড় ভাই—এমন এক ঘটনাকে ঘিরে গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বৈরীহরিণমারী গ্রামে মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া তার ছোট ভাই হাফিজার মিয়ার সঙ্গে সংঘর্ষের ঘোষণা দেন।
২২ সেকেন্ডের ওই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, আ. কদ্দুস মিয়া রিকশায় বসে হাতে মাইক্রোফোন নিয়ে গ্রামজুড়ে ঘোষণা দিচ্ছেন— ‘আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাফিজারের সঙ্গে আমাদের পানের বরজ এলাকায় মারামারি হবে।’
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্ট বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর বড় ভাই আ. কদ্দুস মিয়াকে থানায় ডেকে নেয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বিডি-প্রতিদিন/মাইনুল