বয়স কেবল সংখ্যা, এ কথার জীবন্ত প্রমাণ হয়ে থাকলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার (৮ নভেম্বর) সৌদি প্রো লিগে নিয়ম এসসির বিপক্ষে আল নাসরের জার্সিতে ৩–১ গোলে জয় নিশ্চিত করতে গিয়ে রোনালদো লিখলেন নতুন ইতিহাস—সৌদি প্রো লিগে তার ১০০তম গোল অবদান।
টাবুকের কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে খেলা শুরু থেকেই আল নাসরের দখলে ছিল। রোনালদো, জোয়াও ফেলিক্স ও সাদিও মানের আক্রমণভাগ নিয়মের প্রতিরক্ষা ঝড় তুললেও প্রথমার্ধে গোল হয় নি। বিরতির পর খেলা বদলে যায় নিয়মের ভুলের কারণে; লুসিয়ানো রদ্রিগেজ বোউশালকে কনুই দেওয়ার অভিযোগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
৬৫ মিনিটে আল নাসর পায় পেনাল্টি। স্পটের ওপর থেকে রোনালদো ঠাণ্ডা মাথায় গোল করে ইতিহাস তৈরি করেন। তার সৌদি প্রো লিগে অবদান এখন ৮৩ গোল ও ১৭ অ্যাসিস্ট, মাত্র ৮৫ ম্যাচে।
শেষ পর্যন্ত আল নাসর ৩–১ গোলে জয় লাভ করে। ফেলিক্স দলের তৃতীয় গোল করেন, তবে রোনালদোর শতক যেন পুরো ম্যাচ জুড়ে আলো ছড়িয়ে দেয়। এই অর্জন প্রমাণ করে, প্রায় ৪০ বয়সেও রোনালদো বিশ্ব ফুটবলের কেন্দ্রে রয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা