সৌদি প্রো লিগে আল নাসর ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের নৈপুণ্যে টানা অষ্টম জয় তুলে নিয়েছে। শনিবার (৮ নভেম্বর) নিওমের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ৩–১ গোলে জিতেছে। আল নাসরের গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল, ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। নিওমের একমাত্র গোল করেন আহমেদ আব্দো জাবের।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসর এগিয়ে যায় অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোল দিয়ে। ৫৬ মিনিটে লাল কার্ড দেখে নিওমের লুসিয়ানো রদ্রিগেজ মাঠ ছাড়েন। ৬৪ মিনিটে ভিএআর নিশ্চিত হওয়া পেনাল্টি থেকে রোনালদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এটি রোনালদোর চলতি মৌসুমে সপ্তম লিগ ম্যাচে নবম গোল এবং ক্যারিয়ারের ৯৫৩তম গোল।
৮৪ মিনিটে নিওমের আহমেদ জাবের গোলে ম্যাচে উত্তেজনা ফেরে। তবে ২ মিনিট পর জোয়াও ফেলিক্সের গোল আল নাসরের জয় নিশ্চিত করে।
এই জয়ের মাধ্যমে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল নাসর লিগে টানা ৮ ম্যাচ জিতেছে। নিওম ৮ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা