নেত্রকোনার পাহাড়ি জনপদের অবহেলিত মানুষের সেবায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রতি বছরের মতো এবারও দুঃস্থ ও অসহায় মানুষের জন্য এ চিকিৎসা সেবার আয়োজন করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। চিকিৎসা নিতে আসা মানুষজন এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী কলমাকান্দা উপজেলার সীমান্ত লেংগুরা ইউনিয়নের লেংগুরা স্কুল ও কলেজ মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ। সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে আগত ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
এই মেডিকেল ক্যাম্পে চক্ষু, অর্থোপেডিক্স, নেফ্রোলজি, নাক-কান-গলা, কার্ডিওলজি, মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি ও অবস্ বিভাগসহ মোট ১১টি বুথে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এদিকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়ে উচ্ছ্বসিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রোগী ও তাদের স্বজনরা। তারা বলছেন এখানে চিকিৎসা নিতে পেরে তারা উপকৃত হয়েছেন।
এ প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের দলের সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের কল্যাণে কাজ করছে। এই কাজ মানবতার কাজ। এটি কোনো নির্বাচনের জন্য নয়। স্বাস্থ্যসেবা একটা সাংবিধানিক অধিকার। আর এখানকার মানুষ দীর্ঘদিন এই অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এই অঞ্চলের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হবে না। ৮০ জনের মতো বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দিয়েছেন। এখানকার অনেক মানুষ শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। তাই যাতে কেউ বাদ না যায় সেজন্য এই সেবার আয়োজন।’
বিডি-প্রতিদিন/জামশেদ