দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন করতে এই মুহূর্তে জনগণের নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
শনিবার বিকালে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওহাটা পৌর ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অত্র ওয়ার্ড বারইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী কমিটি গঠনের লক্ষে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে একটি দল ও মহল গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু দেশবাসী তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। জনগণ এখন একতাবদ্ধ হয়েছে। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন।
বক্তব্য শেষে বেগম জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মৃত মুসলিম ব্যক্তিগণ এবং সকল মৃত মুসলমানের আত্মার মাগফিরাত এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন নওহাটা পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত