রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত দুইদিনে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর রহমান জানান, গত বৃহস্পতি ও শুক্রবার (৬, ৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় মোট ৬৭৬টি গাড়ি ডাম্পিং ও ১৭৬টি গাড়ি রেকার করা হয়।
বিভাগওয়ারী মামলা সংক্রান্ত তথ্য জানিয়ে তিনি জানান, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৭৫টি মোটরসাইকেলসহ মোট ৫৬৭টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬টি বাস, ২৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩২টি অটোরিকশা ও ৬৯টি মোটরসাইকেলসহ ২৩৮টি মামলা।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, সাতটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫৭টি অটোরিকশা ও ১৪৯টি মোটরসাইকেলসহ ৩৩৪টি মামলা।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, সাতটি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৩৪টি অটোরিকশা ও ২৫৩টি মোটরসাইকেলসহ ৪০১টি মামলা।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, আটটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ২৩টি অটোরিকশা ও ৯৪টি মোটরসাইকেলসহ ২৭২টি মামলা।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩টি বাস, ১৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৬৬টি অটোরিকশা ও ১২২টি মোটরসাইকেলসহ ৩৯৯টি মামলা।
ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১১টি কাভার্ডভ্যান, তিনটি অটোরিকশা ও ৪৪টি মোটরসাইকেলসহ ১৪২টি মামলা।
ট্রাফিক-লালবাগ বিভাগে নয়টি বাস, ১২টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ২৬টি অটোরিকশা ও ১৬৬টি মোটরসাইকেলসহ ২৬৭টি মামলা হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই