জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তারা পঁচাত্তরের ৭ নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানে শহীদ সকল সৈনিককেও শ্রদ্ধা জানান।
নিউইয়র্ক সিটির নবান্ন পার্টি হলে হোস্ট সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সেক্রেটারি সাইদুর রহমান সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। টানা ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার সোয়া ৩ বছরের মাথায়ই গণতন্ত্রকে গলা টিপে হত্যার মাধ্যমে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিলেন। আব্দুল লতিফ সম্রাট বলেন, যারা নির্বাচন বানচাল করবার চক্রান্ত করছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
সমাবেশের গেস্ট অব অনর ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর সদস্য গিয়াস আহমেদ। তিনি বলেন, বিএনপিই স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে জাতির সকল দুর্যোগময় সময়ে ৭১ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, বিপ্লব ও সংহতি দিবসেই বাংলাদেশ নামক ভূখণ্ডটির পুনর্জন্ম ঘটেছে।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম এ খালেক বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং তারেক রহমানের সমন্বয়ে আমেরিকা প্রবাসীগণ গণতন্ত্র পুনরুদ্ধারে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তার মূল্যায়ন হবে বলে আমরা আশা করছি। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সৈয়দা মাহমুদা শিরিন, জসীমউদ্দিন ভিপি, আরিফুর রহমান, রইসউদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম