মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মো. মাহবুব-উল আলম।
বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপের শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষা বৃত্তি কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করবে এবং নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে সহায়তা করবে।
বৈঠকে বিইউপি ও মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও গুরুত্ব পায়। এ ধরনের চুক্তি কার্যকর হলে গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ একাডেমিক প্রকল্প পরিচালনা আরও সহজ হবে বলে উভয় পক্ষ মত প্রকাশ করেন।
এছাড়া, ফেলোশিপ, স্বল্পমেয়াদি এক্সচেঞ্জ প্রোগ্রাম ও পেশাগত প্রশিক্ষণ কোর্স চালুর সম্ভাবনাও আলোচনা করা হয়। এসব কর্মসূচি মালদ্বীপের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিইউপি’র উপাচার্য হাইকমিশনার ড. নাজমুল ইসলামের একাডেমিক অবদান ও জ্ঞানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি কূটনীতি, সংস্কৃতি ও সফট পাওয়ার বিষয়ে হাইকমিশনারের গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন।
জবাবে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম শিক্ষা ও সংস্কৃতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি মূল স্তম্ভ হিসেবে বর্ণনা করেন এবং ভবিষ্যতে শিক্ষাগত ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকটি ইতিবাচক পরিবেশে সমাপ্ত হয়। উভয় পক্ষই দীর্ঘমেয়াদি শিক্ষা সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও টেকসই আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/মুসা