মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। জুনেদ মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নম্বর মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুনেদকে গ্রেফতার করা হয়। পরে তার লুঙ্গির ভাঁজ থেকে নীল রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক ব্যাগে থাকা ১২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ মিয়া বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে যুক্ত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই