হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছুফি মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
আদালতের পেশকার ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের বাসিন্দা মৃত মজই উল্লার পুত্র আনকার উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে ২০০৯ সালে রাতে জমিসংক্রান্ত বিরোধে ছুফি মিয়া আসামিদের হামলায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর নিহতের মেয়ে রিফা বেগম নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালে আদালতে মামলার চার্জশিট দেওয়া হয়।
দীর্ঘ ১৬ বছর পর আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আনকার উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। তবে অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই