সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দুবাই ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লীগ ২৫, সিজন ৩-এর ফাইনাল খেলা ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
টুর্নামেন্টের এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় গত সোমবার রাতে, শারজাহ’র আল দাইয়িদ ক্রিকেট ভিলেজ স্টেডিয়ামে। শিরোপার জন্য মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুই দল, ড্রাগন ওয়ারিয়াস এবং ড্রাগন টাইটান্স। রাতভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ফাইনালের শিরোপা ওঠে ড্রাগন ওয়ারিয়াসের হাতে।
ফাইনাল খেলা শেষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও বিনোদনমূলক পর্ব। এই অনুষ্ঠানে ছিল রাফেল ড্র, আকর্ষণীয় মেজ্জান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাজী মুহাম্মদ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহসভাপতি এবং চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি ইয়াকুব সৈনিক।
তিনি বলেন, খেলাধুলা প্রবাসজীবনের একঘেয়েমি কাটাতে সাহায্য করে। গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ধরনের সফল আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও বন্ধনকে বাঁচিয়ে রেখেছে। প্রবাসের মাটিতে দেশীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সচল রাখার এই সফল আয়োজন প্রবাসী কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে মুহাম্মদ কুতুবউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক হাবিবুর রহমান, বিএনপি নেতা এনাম, ড্রাগন মার্ট ব্যবসায়ী সাইফুল, তৈয়ব, মুনাফা, রেজাউল করিম রিজু, ইমন, মাসুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি