নারায়ণগঞ্জের ফতুল্লার মুক্তারপুর-পঞ্চবটি রোডে নির্মাণাধীন উড়ালসড়কের কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ফতুল্লা কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম মো. ইয়াসিন আরাফাত ওরফে বাবু (২৮)। তিনি ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জের আবু কালামের ছেলে।
এ ঘটনায় দগ্ধ তিনজনকে চিকিৎসার জন্য রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউট নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন- রবিউল (২২), জমির আলী (২৩), ও ইমরান (২২)।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে তারা ঐ নির্মাণাধীন ব্রিজে চারজন রড টেনে ওপরে তুলছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। আপনার কাছ থেকেই শুনলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠাই। ঘটনাস্থলে একজনকে মৃত পাওয়া যায়। বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি