সম্প্রতি সিরিজ নির্মাণ করে আলোচনায় আরিয়ান খান। সেখানে স্বল্প উপস্থিতিতে নজর কাড়েন বলিউড বাদশা শাহরুখ খান। বাবা-ছেলের যুগলবন্দি সিনেপর্দায় দেখতে মুখিয়ে দর্শক। কবে দুজনকে একসঙ্গে এক সিনেমায় দেখা যাবে? মিলল জবাব।
ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগিরই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসেবে হাতেখড়ির পর এবার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান। ইতোমধ্যে কোমর বেঁধে মাঠেও নেমে পড়েছেন তিনি। তবে মেগাস্টার বাবাকে পরিচালনা করার আগে পরিচালক হিসেবে আরেকটু পোক্ত হতে চাইছেন শাহরুখপুত্র। আর সে কারণেই আগে একটি সিনেমা তৈরি করবেন। তারপর শাহরুখকে নিয়ে নতুন সিনেমার কাজে নামবেন।
সূত্রের খবর, আরিয়ান চান নিজের যোগ্যতায় বলিউডে সাফল্য অর্জন করতে। তাই বাবাকে নিয়ে বিগ বাজেট সিনেমা তৈরির ক্ষেত্রে কোনোরকম তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি।
প্রসঙ্গত, আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা প্রমুখ। এতে বলিউডের তিন খানের (শাহরুখ, সালমান, আমির) স্বল্প উপস্থিতি নজর কেড়েছিল দর্শকের।
বিডি প্রতিদিন/কেএইচটি