লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের ব্যবসায়ী রাসেলের লেপ তোশকের দোকানে আগুন লাগে।
সেখান থেকে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনান্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাজারের প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। এর আগে, গত অক্টোবরে এক সাপ্তাহের ব্যবধানে উপজেলার আরও ৩টি বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকান বন্ধ করে রাত দশটার দিকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাজারে আগুন লেগেছে বলে খবর পান তারা। ছুটে এসে দেখেন দোকানগুলো পুড়ে গেছে। সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন।
রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেপ তোশকের দোকান গিয়ে লাগে।
মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে যায়। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া