আশির দশকে চলচ্চিত্রে আসা নায়িকা কাজরীর কথা হয়তো এখনো অনেক দর্শকের মনে আছে। তারপরও একটু মনে করিয়ে দিই। নায়করাজ রাজ্জাকের ‘জোকার’ ও ‘মৌচোর’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে লাইমলাইটে আসেন সুদর্শনা কাজরী। ১৯৭৯ সালে আজিজুর রহমান পরিচালিত ‘সাম্পানওয়ালা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে কাজরীর অভিষেক হয়। প্রয়াত চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদের ‘নয়নের আলো’ সিনেমার ‘আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকবো’ গানটিতে তাকে দেখেছেন। সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। একই বছরে মুক্তিপ্রাপ্ত ইকরাম বিজুর ‘সুখ দুঃখের সাথী’ ও আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমাতেও অভিনয় করেছিলেন কাজরী। নব্বই দশক থেকে কাজরীকে দর্শক আর বড়পর্দায় দেখতে পাননি। তাই দর্শক এখনো কাজরীকে খোঁজেন। জানা যায়, চিত্রনায়িকা কাজরী বন্দরনগরী চট্টগ্রামেই আছেন। স্বামী, সন্তান, সংসার নিয়ে তিনি বেশ সুখেই আছেন। তবে চলচ্চিত্রের কারোর সঙ্গেই তার তেমন কোনো যোগাযোগ নেই। জানা যায়, আর কোনো দিনই অভিনয়ে ফেরার আগ্রহ নেই তার।