নৃত্যের ছন্দময় মুদ্রার শৈল্পিক গণ্ডি পেরিয়ে এবার গানের ভুবনে অভিষিক্ত হলেন নৃত্যশিল্পী, মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর। অবশেষে কাজে লাগালেন শৈশবের সংগীতচর্চা। ভিন্নধারার কথার ফোক ঘরানার ‘পাগল মন’ শিরোনামের গানের মধ্য দিয়ে সংগীতের ভুবনে আলো ঝরাতে যাচ্ছেন তিনি। গানটির নির্দেশনা দেওয়ার পাশাপাশি এতে মডেলও হয়েছেন তিনি। সম্প্রতি গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি জঁনরহধ অষড়সমরৎ নামে তার নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। এর আগে তিনি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার নিজ কণ্ঠে গাওয়া আরও চারটি কভার সং-সহ দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।