বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিচার বিভাগ, আইন বিভাগসহ প্রশাসনের প্রতিটি স্তরকে দুর্বল করে দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা এখন দ্বিতীয় স্বাধীনতা অর্জনের লড়াই করছি। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে উদ্বুদ্ধ সিপাহী-জনতা স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে রাজপথে নেমে এসেছিল। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবায় ঠেলে দিয়েছিল। একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়, মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়।
তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন তিরনইহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন, যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল ও তাতীদলের সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ।
বিডি প্রতিদিন/হিমেল