গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভবিষ্যতে সরকারে গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান পর্যালোচনা করেই জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘আগামীর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যায়ে তারুণ্যের রাজনৈতিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র ও যুব অধিকার পরিষদ।
নুরুল হক নুর বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট না হলে কোনো জোটে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি অভিযোগ করেন, অনেক দলই সন্ত্রাস ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়, কারণ তারা ভোটকেন্দ্র দখলে রাখতে এদের ব্যবহার করে। আগামী নির্বাচনের বাংলাদেশ কোন পথে যাবে সেই ফয়সালাও হবে ।
সমাবেশে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বিডি-প্রতিদিন/সুজন