২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবীর ছবি ‘মম’ এক মায়ের জার্নিকে পর্দায় তুলে ধরেছিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ ছবি দর্শকের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে আজও। সেই ছবিরই নস্টালজিয়া ফের আসছে পর্দায় শ্রীদেবী কন্যার হাত ধরে।
২০১৭ সালের সেই ছবির লিগ্যাসি পর্দায় ফিরছে। থাকছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও সঙ্গে রয়েছেন কারিশমা তান্না। মায়ের ধারা এ ছবির হাত ধরে সব রকমভাবে যে খুশি ধরে রাখার চেষ্টা করবে সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। এ ছবি সম্পর্কে আরও শোনা যাচ্ছে, ‘মম’ ছবির সিক্যুয়েল হলেও এ ছবি কিন্তু প্রথম ছবির সম্প্রসারণ নয়, বরং নতুন গল্পই বলবে ‘মম ২’। প্রয়াত শ্রীদেবীর স্বামী বনি কাপুর বলেন, খুশির কাজ দেখে তিনি বেশ আশাবাদী।
তাই আগামীতে তিনি ‘মম ২’ ছবি তৈরি করলে তাতে খুশিকেই নেবেন। বলিউডে ‘আর্চিজ’ ছবির হাত ধরে অভিষেক ঘটে খুশির। এরপর ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়া’ ছবিতে অভিনয় করেছেন খুশি।