রাজধানীর চকবাজারে পারিবারিক কলহের জেরে সোহাগী খাতুন (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে চকবাজার থানাধীন ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
মৃত সোহাগী খাতুন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার কিসরাঙ্গা গ্রামের আব্দুর গফুরের মেয়ে। তিনি সোহেল নামে এক ব্যক্তির স্ত্রী।
মৃতের চাচাতো ভাই মিঠু জানান, পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন সোহাগী। কিছুক্ষণ পর স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ