দারুণ বোলিং করছেন ইকবাল হোসেন ইমন। ১৮ বছরের তরুণ ইমন গতির ঝড় তুলছেন নতুন বলে। সঙ্গে সুইং ও বাউন্সে প্রতিপক্ষ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন। চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্র্ধ্ব-১৯ যুব দলের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। বগুড়ায় প্রথম ওয়ানডে জিতেছিলেন টাইগাররা। বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে হয়নি। রাজশাহীতে তৃতীয় ওয়ানডে হেরে যান স্বাগতিকরা। গতকাল রাজশাহীতে ৪৭ রানে চতুর্থ ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে যায় সফরকারী আফগানিস্তান। আগামীকাল সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ। আজিজুল হাকিম বাহিনীর টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হলেও দারুণ বোলিং করছেন ইকবাল ইমন। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর গতকাল নিয়েছেন ক্যারিয়ার-সেরা ৬ উইকেট। ইমনের মতো দুর্ভাগ্য আবদুল্লাহর। ব্যাটিং ব্যর্থতায় মিডল অর্ডারে ৯৫ রানের ইনিংস খেলেন আবদুল্লাহ। দুজনের পারফরম্যান্সও দলের হার এড়াতে পারেনি।
একই সঙ্গে সফরকারীদের ফয়সাল শিনোজাদা টানা সেঞ্চুরি করেছেন। আগের ম্যাচে ১০০ রানের ইনিংস খেলা ফয়সাল গতকাল খেলেন ১১২ রানের ইনিংস। ম্যাচ-সেরা ইনিংসটি খেলেন ১১৬ বলে ১০ চার ও ৪ ছক্কায়। তাঁর সেঞ্চুরিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলে স্কোর ৪৯.৩ ওভারে ২৫৮। এ ছাড়া উঝাইরুল্লাহ নিঝাই ১০০ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ইমন ক্যারিয়ার-সেরা বোলিং করে নেন ৬ উইকেট। তাঁর স্পেল ৯.৩-০-৫১-৬। প্রথম ওয়ানডেতে ৫৭ রানের খরচে নিয়েছিলেন ৫ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৬০ রানের খরচে ১ উইকেট। ২৫৯ রানের টার্গেটে স্বাগতিক যুবারা ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করেন। ৪০ রানে ৬ উইকেট হারানোর পর আবদুল্লাহ ও দেবাশীষ দেবা সপ্তম উইকেট জুটিতে ২৪.৩ ওভারে ১০৮ রান যোগ করে দলের চরম বিপর্যয় ঠেকান। আবদুল্লাহ ৯৫ রানের ইনিংস খেলেন ১৬০ বলে ৬ চার ও ৩ ছক্কায়। দেবাশীষ ৫১ রান করেন ৬১ বলে ২ চার ও ৪ ছক্কায়। সফরকারীদের আবদুল আজিজ ২৮ রানের খরচে নেন ৪ উইকেট।