হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে জিশান আলম, হাবিবুর রহমান সোহান, আকবর আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদদের আজকের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল। ১২ দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছে ‘ডি’ গ্রুপে। গ্রুপের বাকি দুই দল ছিল স্বাগতিক হংকং ও শ্রীলঙ্কা। স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাতিল হয় বৃষ্টিতে। একটি বল হয়নি ম্যাচে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আকবর, মোসাদ্দেকরা। শ্রীলঙ্কা গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিতেছে ১৪ রানে। প্রথম ব্যাটিংয়ে আকবর বাহিনী ৬ ওভারে ৭৫ রান করে। মাত্র দুজন রান করেন। ওপেনার হাবিবুর রহমান সোহান ৭ বলে ২টি করে চার ও ছক্কায় ২১ রান করেন ৩০০ স্ট্রাইকরেটে। অধিনায়ক আকবর ৩২ রান করেন মাত্র ৯ বলে ২ চার ও ৪ ছক্কায়। তার স্ট্রাইকরেট ৩৫৫.৫৫! ম্যাচসেরা মোসাদ্দেক সৈকত ৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ৬ বলে এক চারে। তোফায়েল ৫, রনি ৬ ও জিশান ০ রান করেন। ৩৬ বলে টার্গেট ৭৬ রান। মোসাদ্দেক সৈকতের ঘূর্ণিতে ৫.১ ওভারে ৬১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। মোসাদ্দেক ২ ওভারে ২০ রানের খরচে আউট করেন লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু সামাকুন ও থারিন্ডু রত্নায়েককে। এ ছাড়া একটি করে উইকেট নেন রনি ও তোফায়েল।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনাল খেলছে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাতিল হয় বৃষ্টিতে।