সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট-১ আসন অথবা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অনড় ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে প্রার্থী হতে হয়েছে তাকে। যদিও এর আগে তিনি ওই আসন থেকে নির্বাচন করতে অনীহা প্রকাশ করেছিলেন। গতকাল ওই আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মাধ্যমে সিলেট-৪ আসনে প্রচারণা শুরু করেছেন তিনি। গতকাল সকালে সিলেট-৪ আসনভুক্ত গোয়াইনঘাটে যান আরিফুল হক চৌধুরী। গোয়াইনঘাটের ভিত্রিখেল রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। এরপর মুসল্লি ও স্থানীয় লোকজনের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে তিনি রাধানগর এলাকায় সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন।