জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকালে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, সাহেদুল হক পাটোয়ারী, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস প্রমুখ।
জেলা ছাত্রদলসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।