ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় জাগরণে ইকবাল ও নজরুল ইসলামের ভূমিকা’ শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ও মুশায়েরা। ঢাবির উর্দু বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের (বিআইআইটি) যৌথ উদ্যোগে রবি ও সোমবার এ সম্মেলন হবে। গতকাল ঢাবি সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মুহম্মদ গোলাম রব্বানী। তিনি বলেন, এ আয়োজনে বাংলাদেশসহ ২২টি দেশের অধ্যাপক, কবি ও গবেষক অংশ নেবেন। ১৮টি সেশনে উপস্থাপন করা হবে ১২৭টি গবেষণা প্রবন্ধ। প্রথম দিন দেশ-বিদেশের খ্যাতিমান কবিদের অংশগ্রহণে হবে মনোমুগ্ধকর মুশায়েরা ও গজল সন্ধ্যা। সেশনগুলো বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বিশেষজ্ঞদের মধ্যে থাকছেন পাকিস্তান থেকে ড. ফাতেমা হাসান ও ড. হুমায়রা ইশফাক, জার্মানি থেকে সরওয়ার গাযালী, মিসর থেকে অধ্যাপক কাজী আহমদ আবদুর রহমান, ইংল্যান্ড থেকে আমীর মেহেদী, যুক্তরাষ্ট্র থেকে গাওছিয়া সুলতানা নুরী, ভারত থেকে অধ্যাপক খাজা মুহাম্মদ ইকরামুদ্দীন, অধ্যাপক আসলাম জামশেদপুরী ও কবি আফজাল মুঙ্গলুরীসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।