নেত্রকোনার চল্লিশা এলাকায় গভীর রাতে মশাল মিছিল করায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে মডেল থানার পুলিশ। আটকরা হলেন আলম মিয়া, মোঃ আরিফ মিয়া, ইব্রাহিম খলিল (১৮), জোনায়েদ হাসান রাফি (১৬), শাহাদাত রহমান সিয়াম (১৬), মো. আরিফ (১৬), আলম মিয়া (১৮) সাকিবুল ইসলাম (২১) ও রিয়াদ (১৬) মিয়া।
পরে শনিবার বিকালে আইনগত প্রকিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার গভীর রাতে নেত্রকোনার নির্মাণাধীন বাইপাস সড়কে হঠাৎ মশাল মিছিল করে তারা। মিছিলটি করার পর খবর পেয়ে পুলিশ সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশ থেকে তাদেরকে আটক করে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ জানান, এরা একটি ঝটিকা মিছিল করে রাতে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
বিডি প্রতিদিন/এএম