গাজীপুরে মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহাগ পোড়াবাড়ী এলাকার আব্দুল গফুর মোক্তারের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পোড়াবাড়ি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান সোহাগকে চাপা দেয়।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ