মৌসুমের শুরুতেই গোলের ঝড় তুলেছেন আর্লিং হলান্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে মাত্র ১৭ ম্যাচে ২৭ গোল করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় অনুভব করছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন।
২৫ বছর বয়সী হলান্ড বলেন, 'এটা দুর্দান্ত শুরু, আর আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে, এটাই আমার সেরা রূপ। এর আগে কখনও এতটা ভালো লাগেনি। শাণিত থাকতে হলে মানসিকভাবে ইতিবাচক থাকতে হবে, ভালোভাবে বিশ্রাম নিতে হবে, চিকিৎসা নিতে হবে, সঠিক খাবার খেতে হবে—সবকিছু মিলিয়ে ভারসাম্যটা ধরে রাখাই মূল।'
২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ গোল করেছেন হলান্ড। তার এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসা কুড়াচ্ছেন চারদিক থেকে।
নিজের এই উন্নতির পেছনে কোচ পেপ গুয়ার্দিওলার ভূমিকার কথাও উল্লেখ করে তিনি বলেন, 'সিটিতে আসার পর থেকেই তিনি আমাকে মুভমেন্ট নিয়ে সাহায্য করছেন। আমাকে এমন জায়গায় নিয়ে গেছেন, যেখান থেকে আমি সহজেই গোল করতে পারি। তিনি একজন জিনিয়াস। তার নিবেদন ও পরিশ্রমই সাফল্যের আসল কারণ।'
আগামী রবিবার প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ম্যাচটি পেপ গুয়ার্দিওলার কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ হতে যাচ্ছে। টাইটেল রেসে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে সিটি, আর ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।
বিডি প্রতিদিন/মুসা