গুলশান ক্লাব অলিম্পিয়াড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান ইয়ুথ ক্লাব (জিওয়াইসি) ডমিনেটরস। গুলশান ইয়ুথ ক্লাব মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গুলশান ক্লাব (জিসি) ওয়ারিয়র্সকে ৩৩ রানে হারিয়েছে ইশতিয়াক সাদেকের নেতৃত্বাধীন দল।
৩০ অক্টোবর শুরু হওয়া গুলশান অলিম্পিয়াডের পর্দা নেমেছে শনিবার। ক্রিকেটে ডিসিপ্লিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন ট্রফি উঠেছে জিওয়াইসি ডমিনেটরসের হাতে।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান করে জিওয়াইসি ডমিনেটরস। জবাবে ৩ উইকেটে ১২৬ রানে থামে জিসি ওয়ারিয়র্সের ইনিংস।
এর আগে দিনের শুরুতে প্রথম সেমি-ফাইনালে ঢাকা বোট ক্লাবকে ২৯ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় জিসি ওয়ারিয়র্স। অন্য সেমি-ফাইনালে ক্যাডেট কলেজ ক্লাবকে ৯ উইকেটে হারায় জিওয়াইসি ডমিনেটরস।
শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে জিওয়াইসি ডমিনেটরসকে ব্যাটিংয়ে পাঠায় জিসি ওয়ারিয়র্স। ব্যাট করতে নেমে শুরুতেই ফুয়াদ বিন সাজ্জাদের উইকেট হারায় ডমিনেটরস।
দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন মীর তানজির আহমেদ ও ইশতিয়াক সাদেক। মাত্র ২৬ বলে ৭১ রানের ইনিংস খেলেন তানজির। ইশতিয়াক সাদেকের ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৮ রান।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করেন ফারহান মেহেদি আনোয়ার ও সৈয়দ নওশাদ। ফারহানের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩৪ রান। নওশাদ খেলেন ৩১ বলে ৬৫ রানের ইনিংস।
তিন নম্বরে নেমে অধিনায়ক আমির চৌধুরি করেন ৭ বলে ১২ রান। ম্যাচের একদম শেষ বলে লং অফে দাঁড়িয়ে আমিরের ক্যাচ নিয়ে ডমিনেটরসের জয় নিশ্চিত করেন অধিনায়ক ইশতিয়াক সাদেক।
বিডি প্রতিদিন/আশিক