আন্তর্জাতিক পর্যায়ে বাবা-ছেলের একসঙ্গে খেলার বিরল কীর্তি এবার প্রথমবারের মতো ঘটেছে তিমুর লেস্তে। ৫০ বছরের সুহাইল সাত্তার ও তার ১৭ বছরের ছেলে ইয়াহিয়া আন্তর্জাতিক ক্রিকেটে এ নতুন ইতিহাস লিখেছেন। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে তিমুর লেস্তের হয়ে মাঠে নামেন সুহাইল ও ইয়াহিয়া। এ বছরই আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে দেশটি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যদিও ১০ উইকেটে হেরেছে তিমুর লেস্তে।