বাংলাদেশের হয়ে মোহাম্মদ আশরাফুল ৬১টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন। ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৯ ইনিংসে ২ হাজার ৭৩৭ রান করেছেন। ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরিতে সাবেক এ টাইগার অধিনায়কের গড় রান ২৪। টেস্টে ৪৬.০৭ স্ট্রাইকরেটে ব্যাট করা আশরাফুলের সর্বোচ্চ ইনিংস ১৯০ রানের।