বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। রবিবার (৯ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অডিটোরিয়ামে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রথম ধাপে শেকৃবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এ সেবা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘জুলাই আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষার্থীরা নানা ধরনের ট্রমায় ভুগছে। এই প্রকল্প তাদের ট্রমা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জুলাই আন্দোলন-পরবর্তী ট্রমা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউজিসি ও ইউনেস্কো জুলাই-আগস্ট ২০২৪-এর চেতনাবোধ সামনে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এই ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমানের নেতৃত্বে বুয়েট, ব্র্যাক আইইডি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চারজন মনোবিজ্ঞানী শিক্ষার্থীদের মানসিক সহায়তায় একটি বিশেষ মডিউল তৈরি করেছেন। প্রকল্পের আওতায় দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সেবা পাবেন। ধাপে ধাপে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ