‘শুভ কাজে সবার পাশে’— এই প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিউল হাসান মুবিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ নাঈম এবং সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন— নিয়ামুল কবির সজল, আলম ফরাজী, কাউছার আহমেদ, মোস্তাফিজুর রহমান নোমান, মো. আসাদুজ্জামান সুমন, আব্দুল হালিম, মাজহারুল ইসলাম মিশু, সানজানা আফরোজ পপি, ইসতাক আহমেদ তারেক, সৈয়দ শফিউল আলম, সৌমত্ত আয়ান সুমন, নিজাম উদ্দিন সৌরভ, কিফায়াত আজাদ অর্পা ও খাদিজা ফেরদৌসী জেনি।
সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন— পূজা চক্রবর্তী লাবণ্য, সাদমান আল সাকিব, সাদমান সাকিব মুগ্ধ, জিহাদ হাসান, ফারজানা মুন, মাহমুদুল হাসান আকাশ, সানাউল হক স্বাধীন, মারুফ হাসান শুভ, নাহিদ ফেরদৌস খান, মাশরাফি রহমান রাহাত, সানবির আহম্মেদ সোহান, মো. ইয়াসিন আরাফাত, জয় সাহা রায়, তানবির খান শকিব, মাইসারা সুলতানা মৈত্রী ও আব্দুল কাদির শৈশব।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন— তারেক হাসান আল্লাদ, স্বচ্ছ দে, কৌশিক সরকার, সাবিহা আক্তার সিন, মো. মেহেদী হাসান, নাঈম ইসলাম, নাবিলা কামাল ছোয়া, দীপ চন্দ্র পাল, স্বর্ণা সরকার, ইয়াকুব হোসেন মারুফ, ফাহিম সরকার, আতিকুর রহমান সৌরভ, মো. খায়রুল ইসলাম শুভ ও আনিকা নাওয়ার।
সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মেহেদী হাসান মুন্না, মাহবুবুল আলম উদয়, মো. মাহফুজুল আলম মারুফ, আবির চৌধুরী, মাহফুজ হাসান স্রাবণ, গুলশান আরা স্নিগ্ধা, আবু রায়হান সিফাত, নাবিলা আক্তার, মো. সাকোয়াত হোসাইন, মো. আব্দুল্লাহ আল মামুন ও সাদিক হাসান ফয়সাল।
এছাড়া কমিটিতে অর্থ সম্পাদক— আব্দুল্লাহ আল নোমান, সহঅর্থ সম্পাদক— নূভীয়াত নূর দপ্তর সম্পাদক— মোসাব্বির সৌরভ, সহ দপ্তর সম্পাদক— জিশান, নারী বিষয়ক সম্পাদক— সানজিদা হক জিশা, সহ নারী বিষয়ক সম্পাদক— খাদিজা আক্তার অপি, আইন বিষয়ক সম্পাদক— আলী আহমেদ লাবীব, সমাজসেবা বিষয়ক সম্পাদক— আতিকা হায়দার নিপুন, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক— উম্মে হাবিবা, ধর্ম বিষয়ক সম্পাদক— মো. শাহ আলম জীবন,মানবাধিকার বিষয়ক সম্পাদক— নুসরাত জাহান মাফিয়া, ইভেন্ট সম্পাদক— মেহবুবা হায়দার জেরী,সহ ইভেন্ট সম্পাদক— আফরিনা জাহান মিম, প্রচার সম্পাদক— আনিতুর রহমান সাদি, সহ প্রচার সম্পাদক— তানজিনা হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক— সানজিদা আফরিন জেরিন, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক— নাবিলা ইসলাম উর্মি,ভ্রমণ ও সাংস্কৃতিক সম্পাদক— অশেষ দেব, মানব সম্পদ বিষয়ক সম্পাদক — মারুফ আহমেদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক— মোহাম্মদ হাসান, সহ-কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক— সুমাইয়া ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক— মো. সাকোয়াত হোসাইন,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক— আশরাফুল ইসলাম জিহাদ, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক— সিফাতুন নাহার জাফরিন,ক্রীড়া সম্পাদক— মো. সজিব হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক— আনজুমান নাহার কুসুম, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক— সুমি আক্তার, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক— আল শাহারিয়া বিবেক, সহ শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক— শামীমা আক্তার ইতি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক— সামান্নাতুল জান্নাত মুমু, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক— ইসরাত জাহান জীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক— রেজুয়ান নাসিফ, পরিবেশ বিষয়ক সম্পাদক— তাজনূর আক্তার, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক— নওশীন নাহার শশী, সমাজকল্যাণ সম্পাদক— জাকিরাতুন তাইয়্যিবা, সহ সমাজকল্যাণ সম্পাদক— নুসরাত জাহান লিয়া, আলোকচিত্র বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত — আদনান হৃদয়।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— মুমতাহিনা তৃষা, সুমাইয়া ঝিলি, কুলসুম আক্তার মিম, মেহজাবিন ইসলাম মোহনা, এহসানুল ইসলাম (অনিম), রাকিবুল ইসলাম রিয়াদ, নাছিম মিয়া, মো. খালিদ হোসাইন রাফি, সাদিক হাসান ফয়সাল, মো. সিয়াম, মো. তানভীর রহমান, ফাহিম সরকার, সৌরভ তালুকদার, শারমিন আক্তার মাফি ও মো. ফুয়াদ হাসান।
নবগঠিত এই কমিটি ঘোষণার মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখা সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা কার্যক্রমে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল