বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, নির্বাচন নিয়ে কোন সংশয়, সন্দেহ নেই। মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ভোট দেয়ার জন্য। যত ষড়যন্ত্রই হোক নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
তিনি আজ দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন