জলাবদ্ধতা ও সার সংকট নিরসনসহ ১৫ দফা দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে সমাবেশ করা হয়েছে। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে কৃষি উপদেষ্টা বরাবর ১৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।
রবিবার দুপুরে উপজেলার কালির বাজার বটতলা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ফুলছড়ি উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের উপজেলা সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক নেতা রেবতী বর্মন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, আব্দুল্লাহ সরকার, রানু সরকার, উত্তম বর্মন, অনিল বর্মন, প্রতিবন্ধী নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তাদের দাবি, কর্মহীন ক্ষেতমজুর শ্রমজীবীদের ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করতে হবে। সারা বছর কাজ, ১০ টাকা কেজিতে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ প্রভৃতি রেশন দিতে হবে। সেই সাথে কৃষক ক্ষেতমজুরের বয়স ৬০ বছর পূর্ণ হলে মাসিক ১০ হাজার টাকা পেনশন ভাতা দেয়ার দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে- কৃষি প্রধান দেশে সার সংকট নিরসন, সারের ডিলারদের রশিদের মাধ্যমে সার বিক্রয়, সার কালোবাজারীদের গ্রেফতার, ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, আসন্ন আমন মৌসুমে প্রত্যেক কৃষকের কাছ থেকে সরকারকে ধান ক্রয়, কৃষি উৎপাদনের জন্য কৃষককে ব্যাংক ঋণ, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা মাসিক ১০ হাজার টাকা, কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার নিয়োগ, সেটেলমেন্ট ও ভূমি অফিসে দুর্নীতি বন্ধ, নদী ভাঙন, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া বন্ধ, ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর রেগুলেটর নির্মাণ, উদাখালি খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন।
বিডি প্রতিদিন/এমআই