হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রবিবার জোহরের নামাজ শেষে মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণা শুরু করেন। এসময় তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, নির্বাচিত হলে বঞ্চিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার চেষ্টা করবো।
এসময় তাঁর সাথে ছিলেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর ও নাজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন