বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে।
রবিবার নগরীর ৩৮ নং দক্ষিণ মধ্য হালিশহর, ২৮ নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড ও ৩৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উঠোন বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা জনগণের মাঝে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা দেশের জনগণকে নিয়ে দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। মামলা, হামলার শিকার হয়েছেন; জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। যত দ্রুত নির্বাচন হবে, দেশের জন্য ততই মঙ্গল।
বিএনপি নেতা মোহাম্মদ আজম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, সমাজসেবক ডা. নুরুল আলম, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, হাজী সালাউদ্দিন, শাহিদা খানম, হাজী হোসেন, মাহবুব আলম বাচ্চু ও মোহাম্মদ ইলিয়াস।
২৮ নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে উঠোন বৈঠকে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন জসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ, নুরুদ্দিন সোহেল, আব্দুল বাতেন জিয়াউর রহমান জিয়া, কামরুন নাহার লিজা, আব্দুস সবুর আকবর, মো. ইলিয়াস, মো. রহমান, রাজিবুল হাসান রানা, আখতার হোসেন বাবলু, ইমরান হোসেন বাপ্পি ও খলিলুর রহমান বাপ্পি প্রমুখ। ৩৭ নং ওয়ার্ডের মুন্সিপাড়ায় কামাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হাসান মুরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল