নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে সিংড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার (৯ নভেম্বর) সকালে সিংড়া বাজারে বাজার করছিলেন ওহিদুর রহমান। এ সময় পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ধরে। পরে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ওহিদুর রহমানকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল