চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগ, সিলেটে বাসদ–সিপিবির নেতা-কর্মীদের গ্রেফতার এবং প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।
রবিবার বিকেল ৪টায় দিনাজপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদের জেলা আহ্বায়ক ও জোটের জেলা সমন্বয়ক কমরেড কিবরিয়া হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড আকতার আজিজ, সিপিবির জেলা সম্পাদক কমরেড ইকবাল হাসান সিদ্দিকী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক কমরেড মনিরুজ্জামান মুনির এবং বাসদ (মাহবুব)-এর জেলা নেতা কমরেড সন্তোষ গুপ্ত।
সমাবেশে সভায় বক্তাগণ অবিলম্বে চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার, বাসদ ও সিপিবির গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা অবিলম্বে চট্টগ্রাম সমুদ্রবন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার, সিলেটে গ্রেফতার হওয়া বাম দলের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
বিডি-প্রতিদিন/সুজন