ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্যর মৃত্যুতে তার নামে দিব্য শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনাসহ বিভাগের শিক্ষার্থীরা।
সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমান বলেন, যদিও আমি দিব্যকে খুব বেশিদিন দেখি নি। তবে তোমাদের সোসালমিডিয়া'র কমেন্টস দেখে আমি আপ্লুত হয়ে যাই। দিব্য এত কম সময়ের মধ্যে আমাদের মাঝে থেকে চলে যাবে দুঃখের বিষয়। দিব্য আমাদের স্মৃতিতে আছে ও আমাদের চেষ্টা করা উচিত যাতে ভালো কাজের মাধ্যমে মানুষের স্মৃতিতে থাকা যায়।
প্রসঙ্গত, ১ অক্টোবর সিএনজিচালিত অটোরিকশায় ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দিব্য। এতে তার একটি পা ভেঙে যায় এবং পরে তাকে ভর্তি করা হয় ঢাকা পঙ্গু হাসপাতালে। সেখানে চার দফা অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ এক মাস ধরে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/এএম