টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরও রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের ঝড়ে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েও জিততে পারল না ক্যারিবিয়রা। দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও ছিল উত্তেজনায় ঠাসা। তবে শেষ পর্যন্ত তাদের ৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
এতে পাঁচ ম্যাচ সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। ।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৭ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে খেলেন ৩৪ বলে ৫৬ রানের মারকুটে ইনিংস। মিডল অর্ডারে ঝড় তোলেন ড্যারি মিচেল। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৪১ রান। শেষ ছয় ব্যাটার দুই অংকেই যেতে পারেননি! ক্যারিবিয়ানদের হয়ে ২টি করে উইকেট নেন ম্যাথু ফোর্ড এবং জেসন হোল্ডার।
জবাবে রান তাড়ায় নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় উইন্ডিজ। এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। প্রথম সাত ব্যাটারের ৫ জনই দুই অংকে যেতে পারেননি। শেফার্ড ও স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান। যাতে শেফার্ডের অবদান ৩৪ বলে ৪৯ এবং স্প্রিঙ্গার করেন ২০ বলে ৩৯ রান।
তারা আউট হয়ে গেলে আর রানের হিসাব মেলাতে পারেননি বাকিরা। ৩টি করে উইকেট নেন জ্যাকব ডাফি এবং ইশ সোধি। অলরাউন্ডার পারম্যান্স এর জন্য ম্যাচসেরা হয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/কামাল