প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি আগামী ১৮ নভেম্বর উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। তখনই নিবন্ধন করে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন প্রবাসীরা।
রবিবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য আমরা অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটির পরিবর্তে আমরা এখন এটা করব ১৮ নভেম্বর।
ইসি সচিব আরও বলেন, মূল কারণটা দুটি। একটা হচ্ছে, ১৬ নভেম্বর হয়ে গেছে রবিবার। রবিবার তো বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। সেটা বিবেচনা করে দেখা গেল, ১৮ নভেম্বর করলে বিষয়টা ভালো হয়। আর এর সঙ্গে আরও একটা বিষয় আছে, ১৮ তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। সেটার জন্যই এই পরিবর্তন।
পোস্টাল ব্যালটে এবার অনলাইনে নিবন্ধনের পর ভোট দিতে হবে। এক্ষেত্রে প্রবাসী, ভোটের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে যারা থাকবেন, তারাই ভোট দিতে পারবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন