তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং রাউন্ডে আলো ছড়িয়েছেন বাংলাদেশের রামকৃষ্ণ সাহা ও বন্যা আক্তার। রিকার্ভ পুরুষ এককে রামকৃষ্ণ সাহা ৭২টি তির ছুড়ে ৬৬৮ স্কোর করেন। ৬২ প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছেন তিনি। কম্পাউন্ড নারী এককে ১২তম স্থান অর্জন করেছেন বন্যা আক্তার। তিনি ব্যক্তিগত সেরা ৬৯৩ স্কোর করেছেন। কম্পাউন্ড পুরুষ এককে ৭০৪ স্কোর করে ১০ম হয়েছেন বাংলাদেশের হিমু বাছার।
রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের বাকি তিন আর্চার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আবদুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে হয়েছেন ৪১তম। এ ইভেন্টে ভারতের ইয়াশদিপ ৬৮৭ স্কোর করে এক নম্বর হয়েছেন। এ ছাড়া ৬৮১ স্কোর করে দক্ষিণ কোরিয়ার সিও মিনগি দ্বিতীয় ও ৬৭৯ স্কোর করে একই দেশের কিম ইয়েচান তৃতীয় হয়েছেন। রিকার্ভ পুরুষ এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাংলাদেশের চার আর্চারই ‘বাই’ পেয়েছেন। রামকৃষ্ণ সাহা দুটি ‘বাই’ পেয়ে এক লাফে পৌঁছে গেছেন সেরা ১৬-তে। সেরা ২৪-এর লড়াইয়ে রাকিব মুখোমুখি হবেন চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের। র্যাঙ্কিং রাউন্ডে ২৪তম হওয়া মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্ডির প্রতিপক্ষ আলিফ। সাগর লড়বেন র্যাঙ্কিং রাউন্ডে ২৭তম হওয়া ভিয়েতনামের লি কুয়োক ফংয়ের।
কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের বাকি তিন আর্চার কুলসুম আক্তার ৬৮৮ স্কোর নিয়ে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোর নিয়ে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। এ ইভেন্টে ভারতের দীপশিখা ৭০৫ স্কোর করে শীর্ষস্থান অর্জন করেছেন। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের চার আর্চারের মধ্যে তিনজন ‘বাই’ পেয়ে উঠেছেন সেরা ১৬-তে। কুলসুম ১/১৬-তে লড়বেন ইরানের ফাতেমেহ বাঘেরির বিপক্ষে। পুষ্পিতার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্ক জং উন। বন্যার প্রতিপক্ষ ইরানের বিতা ওসকই আশেঘজাদেহ। এ ছাড়া এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরোতে মিথিলার প্রতিপক্ষ সৌদি আরবের রাঘাদ কাবি।
ব্যক্তিগত ক্যারিয়ারসেরা স্কোর করার পর বন্যা বলেন, ‘আমি আমার পারফরম্যান্সে খুশি ছিলাম। আশা করি, ভালো কিছু দিতে পারব এবং অনুশীলনে যে স্কোর ছিল, সেটা এখানে দিতে পেরেছি। আন্তর্জাতিকভাবে প্রথমবার ক্যারিয়ারসেরা স্কোর করেছি। এটা আমার আত্মবিশ্বাসও বাড়াবে।’ রাম কৃষ্ণ বলেন, ‘আমার যথেষ্ট ভালো র্যাঙ্কিং হয়েছে। ৬ নম্বরে এসেছি। নকআউট এমন একটা রাউন্ড যেখানে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমি নিজের সেরা পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ভালো হবে। একটা মেডেল আশা করতে পারি।’