মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম স্বপন মিয়া। বাড়ি সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামে। শনিবার বিকালে নিজ বাড়ি থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, স্বপন ওয়ারেন্টভুক্ত ছিল। দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সে। তাকে ধরতে পুলিশ অভিনব কৌশল নেয়। এএসআই শরাফত আলী বোরকা পরে নারী সাজেন। আর কনস্টেবল রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে শরাফত আলীর স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়িতে যান। শরাফত আলী বলেন, স্বপন অত্যন্ত চতুর। পুলিশ টের পেলেই পালিয়ে যেত। এজন্য কৌশল পরিবর্তন করা হয়েছে।