নবগঠিত রাজনৈতিক দল জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেছেন, নির্বাচন কমিশন এখনো আমাদের নিবন্ধন কার্যক্রম শেষ করতে পারেনি। আশঙ্কা করছি যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের তারা নিবন্ধন দেবে না। তবে এবারের নির্বাচনে আমাদের দলের অন্তত পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের নাম আমরা কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। গতকাল রাজধানীর বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় কেন্দ্রীয় কমিটির হাতে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা ইউনিটের দুটি প্রতিনিধি দল তাদের প্রস্তাবিত কমিটির পৃথক তালিকা হস্তান্তর করে। শামীম কামাল বলেন, ৫ আগস্ট গণ অভ্যুত্থান-পরবর্তী আমরা নতুন ধারার রাজনীতি আশা করেছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের প্রচলিত গুন্ডামির রাজনীতি দিয়ে আমাদের হতাশ করেছে।
জনতার দল আগামীর বাংলাদেশে নতুন ধারার রাজনীতি উপহার দেবে। দলের মহাসচিব আজম খান বলেন, ইসির নিবন্ধন কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় জনতার দলের সাংগঠনিক কার্যক্রমে আমরা মনোযোগী হতে পারিনি। তবে এরই মধ্যে সারা দেশের ১৪টি জেলা ও ৫৪টি উপজেলায় আমাদের কমিটি গঠিত হয়েছে। তিনি বলেন, জনতার দলে চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের এই যোগদান দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সবল, গতিশীল ও কার্যকর করে তুলবে। এটি আমাদের দলীয় ঐক্য, শক্তি ও ভবিষ্যৎ কর্মধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।