চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয়ের পর ঘরোয়া লিগে ফিরে ধাক্কা খেল লিভারপুল। পেনাল্টি সেভ করেও শেষ পর্যন্ত রুখতে পারেনি প্রতিপক্ষের আক্রমণ। আর্লিং হলান্ডের নেতৃত্বে দুর্দান্ত জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। রবিবার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৩–০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।
গুয়ার্দিওলার কোচিং ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচে গোল করেন হলান্ড, নিকো গনসালেস ও জেরেমি ডোকু। ২০২৩ সালের এপ্রিলের পর প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে এটি সিটির প্রথম জয়।
ম্যাচের নবম মিনিটে ডোকুর ওপর ফাউল থেকে পেনাল্টি পায় সিটি। তবে হলান্ডের শট রুখে দেন লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। এ নিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে ষষ্ঠ পেনাল্টি সেভ করলেন তিনি।
তবে ২৯তম মিনিটে মাথিয়াস নুনেসের ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে নেন হলান্ড। চলতি লিগে এটি তার ১৪ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১৮ ম্যাচে তার গোল ২৮টি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গনসালেস। তার শট ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের গায়ে লেগে জালে জড়ায়।
৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ৩–০ করেন জেরেমি ডোকু। এটি প্রিমিয়ার লিগে তার ২৪ ম্যাচ পর গোল।
লিভারপুলের পক্ষে ৭৫তম মিনিটে দমিনিক সোবোসলাইয়ের শট ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। সেটিই ছিল ম্যাচে লিভারপুলের একমাত্র অন টার্গেট শট।
১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। টানা দ্বিতীয় হার নিয়ে ১৮ পয়েন্টে আট নম্বরে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।
বিডি প্রতিদিন/মুসা