পটুয়াখালীর কলাপাড়ায় একটি দাতিনা মাছ বিক্রি হয়েছে ১ লাখ টাকায়। মাছটি শনিবার এফ বি মায়ের দোয়া নামে একটি ট্রলারের জেলেরা বঙ্গোপসাগর থেকে শিকার করেছেন। এটির ওজন ২১ কেজি। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুরে মো. ফজলুর রহমান গাজীর ফয়সাল ফিশ আড়তে মাছটি বিক্রি করা হয়।
একই দিনে মহিপুরের রোজিন ফিশ নামে অপর আড়তে তিনটি দাতিনা মাছ বিক্রি করেছে ৮৮ হাজার টাকায়। এর মধ্যে দুটি মাছের ওজন ১৪ কেজি করে, অপরটি ১৩ কেজি। চট্টগ্রামের কুতুবদিয়া এলাকার আবদুল হালিম মাঝির ‘এফ বি আল্লাহ মালিক’ নামে ট্রলারের জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ তিনটি শিকার করেন। মাছগুলো আড়তে নিয়ে এলে শত শত মানুষ ভিড় করে দেখার জন্য। পরে ডাকের মাধ্যমে এ তিনটি মাছ ৮৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, এ মাছগুলো কালো পোয়া মাছ। স্থানীয় ভাষায় এগুলোকে দাতিনা মাছ বলা হয়। এসব মাছ সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এ মাছের বায়ুথলি থেকে কসমেটিকস, মেডিসিন, সুতা তৈরি হয় বলে এর চাহিদা বেশি। তবে সব সময় এ মাছ পাওয়া যায় না।